তারিখঃ ১ জুন ২০২৩
বিগত ১০ মে, ২০২৩ তারিখে সানেমে (তৎকালীন) কর্মরত শোয়াইব আহমেদ, প্রোগ্রাম এসোসিয়েট, কে কতিপয় গুরুতর অভিযোগে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রাক্তন স্ত্রী একটি পোস্ট দেয়। সানেম উক্ত পোস্টে বিবৃত অভিযোগ সমূহের গুরুত্ব বিবেচনা করে ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ পূর্বক শোয়াইব আহমেদকে তৎক্ষণাৎ সমস্ত দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে এবং কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এবং, সানেমের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হয়। তদন্তের অংশ হিসেবে অভিযোগকারীর পিতা মাতার সাথে কথা বলা হয়।
শোয়াইব আহমেদের দিক থেকে, তাকে আত্মপক্ষ সমর্থনের অধিকার দিয়ে তার সমস্ত সহকর্মীর উপস্থিতিতে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হয়, এবং কারণ দর্শানোর নোটিশের সদুত্তর প্রদানের জন্য ১৫ দিন সময় দেয়া হয়।
সুতরাং, উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় তদন্ত কমিটির রিপোর্ট এবং কারণ দর্শানোর নোটিশের উত্তরের অপর্যাপ্ততার ভিত্তিতে সানেমের নির্বাহী পর্ষদ সানেমের আচরণবিধি ও নীতিমালা মোতাবেক, এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে সানেমের ‘জিরো-টলারেন্স’ নীতি অনুসারে শোয়াইব আহমেদকে সানেমের সমস্ত দায়িত্ব থেকে চিরস্থায়ী অব্যাহতি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতএব, ০১/০৬/২০২৩ইং হতে শোয়াইব আহমেদ সানেমের কোনরকম প্রতিনিধি বলে বিবেচিত হবে না। সানেমের প্রতিনিধি হিসেবে তার সাথে কোন ধরণের যোগাযোগ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া গেলো।