ওয়েবিনার
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যত ভুল ধারনা
৯ই আগস্ট, ২০২৩, বিকাল ৩টা – বিকাল ৫টা
ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে ‘প্যারিস চুক্তি’ বর্তমান বৈশ্বিক তাপমাত্রার স্তরকে প্রাক-শিল্প যুগের সাথে তুলনীয় তাপমাত্রার স্তরে নামিয়ে আনতে একটি সার্বিক লক্ষ্য নির্ধারণ করেছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কার্বন নির্গমনের অন্যতম প্রধান উৎস হল অ-নবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি শক্তির ব্যবহার। ফলস্বরূপ, অনেক উন্নত দেশ একটি পরিবেশ-বান্ধব এবং মজবুত ভবিষ্যত বিনির্মানের লক্ষ্যে টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি সংস্থানগুলিকে শক্তি উৎপাদনে কাজে লাগাচ্ছে। প্যারিস চুক্তি অনুযায়ী, মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ পরিচ্ছন্ন জ্বালানি থেকে অর্জন করার মাধ্যমে বাংলাদেশ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নবায়নযোগ্য জ্বালানিতে সাফল্য অর্জনের বৈশ্বিক প্রবণতা ইতিবাচক হলেও বাংলাদেশে এতে এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশ নানা সমস্যায় জর্জরিত হয়ে আছে। এই খাতকে ঘিরে যেসব বহুলচর্চিত ভুল ধারণা রয়েছে তার মধ্যে অন্যতম হলো- বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা আসলে কতটুকু, ব্যাটারি স্টোরেজ সহ এর অর্থনৈতিক এবং সামগ্রিক ব্যয় কতো হবে, এবং জ্বালানি প্রসূত বর্জ্য ব্যবস্থাপনা কেমন হবে ইত্যাদি; আর বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক জাতীয় নীতিমালা ও ভিভিন্ন নথিতে বিবৃত লক্ষ্যমাত্রার মধ্যে অসামাঞ্জস্য বিদ্যমান পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। উক্ত প্রেক্ষাপটের আলোকে, নবায়নযোগ্য জ্বালানি খাতের সমস্যা এবং বিদ্যমান ভুল ধারণাগুলি সানেম একটি ওয়েবিনার আয়োজন করতে চলেছে। এ ওয়েবিনারে আমাদের মূল লক্ষ্য থাকবে ভুল ধারণাগুলির নিরসন এবং টেকসই ভবিষ্যতের জন্য সত্যিকারের সম্ভাবনার বাস্তবায়ন।
ওয়েবিনারে নবায়নযোগ্য- জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে থাকছেন,
ড. এম তামিম, অধ্যাপক, পেট্রোলিয়াম প্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
শফিকুল আলম, এনার্জি ফাইন্যান্স এনালিস্ট, ইন্সটিটিউট ফর এনার্জি ইকোনোমিকস অ্যান্ড ফাইন্যানশিয়াল অ্যানালাইসিস
মোশাহিদা সুলতানা রিতু, সহযোগী অধ্যাপক, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ
হাসান মেহেদী, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভলভমেন্ট
আপনার মূল্যবান মতামত কিংবা প্রশ্ন আমাদের জানাতে গুগল ফর্মটি পূরন করুন- https://forms.gle/NJbv5cnXNzfTiG766