Previous Events

ওয়েবিনার

সামাজিক নিরাপত্তাবেষ্টনীঃ বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে?

২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, সকাল ১১ টা

সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে একটি দেশের সুবিধাবঞ্চিত, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সুরক্ষা প্রদান করা হয়। একটি কল্যাণরাষ্ট্র নির্মাণে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মুখ্য ভূমিকা রয়েছে। বাংলাদেশের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, দরিদ্র অসহায় নারীদের জন্য ভাতা, অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা ইত্যাদির প্রচলন আছে। তবে এই কর্মসূচিগুলোর গ্রহীতা নির্ধারণের ক্ষেত্রে অসামঞ্জস্যতা রয়েছে। অনেক ক্ষেত্রেই এই সহায়তাগুলি যাদের প্রাপ্য, তারা পান না; আবার সহায়তা যাদের পাওয়ার কথা নয়, তারা পান। একইসাথে ভাতাগুলির পরিমাণও প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। উদাহরণস্বরুপ বলা যায়, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় একজন বয়স্ক ব্যক্তির জন্য প্রতি মাসে ৫০০ টাকা সহায়তা বরাদ্দ থাকে, যা তার চিকিৎসা, খাবার ও অন্যান্য খরচ বিবেচনায় নিতান্তই অপ্রতুল। সার্বিকভাবে বাংলাদেশে সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। যার কারণে এই সহায়তাগুলো যাদের প্রাপ্য তারা অনেকে এই বিষয়ে জানেন না। সেক্ষেত্রে, সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতনতা, স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি। সমতাভিত্তিক প্রবৃদ্ধি অর্জনে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা ও পরিমাণ বৃদ্ধি, সঠিক গ্রহীতা নির্বাচন, ভাতাপ্রাপ্তির পদ্ধতি সহজীকরণ, ইত্যাদির কোন বিকল্প নেই।

সামাজিক নিরাপত্তাবেষ্টনী কী, এর প্রয়োজনীয়তা কী, বাংলাদেশে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর চিত্র কী, ইত্যাদি প্রশ্নকে বিবেচনায় নিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, সকাল ১১ টায় একটি ওয়েবিনারের আয়োজন করেছে। ওয়েবিনারে বাংলাদেশের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সানেমের চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকার।  

Download the presentation of the webinar 

News Coverage: 

Prothom Alo: মধ্যবিত্তেরও সামাজিক সুরক্ষা দরকার: সানেম

Daily Star: Fast-track national social security strategy: Sanem chairman urges govt

The Business Standard: Introduce social insurance, schemes for informal workers: Sanem

Samakal: ওয়েবিনারে সানেমের চেয়ারম্যান: সামাজিক সুরক্ষা কম পাচ্ছে শহুরে গরিবরা

Jugantor: সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংস্কারের তাগিদ  

Bonik Barta: দরিদ্রদের ৭০ শতাংশ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে

Kaler Kantho: দরিদ্রদের ৭০% সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে 

Amader Shomoy: দরিদ্রদের ৭০% সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে

Financial Express: Remake social protection schemes suiting new normal

Bangla Tribune: ‘দেশের ২৫ শতাংশ মানুষ হঠাৎ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে’

Share Biz: সামাজিক নিরাপত্তার অনেক সুবিধা ভুলভাবে বিতরণ হচ্ছে: সানেমের ওয়েবিনারে তথ্য

News Bangla: গরিবের ভাতা ৬০০ থেকে ৩ হাজার করার সুপারিশ

NTV: সামাজিক সুরক্ষায় বরাদ্দকৃত অর্থ উপযুক্ত ব্যক্তিরা পাচ্ছে না

Masasranga Television: সামাজিক সুরক্ষায় ভুয়া সুবিধাভোগী