Previous Events

সানেম ওয়েবিনার

মূল্যস্ফীতিঃ সরকারি পরিসংখ্যান বনাম প্রান্তিক মানুষের বাস্তবতা

৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার, দুপুর ১২ টা

বাংলাদেশের প্রান্তিক, অস্বচ্ছল ও শ্রমজীবী মানুষের জন্য খাদ্যপণ্যের ক্রমাগত দাম বৃদ্ধির প্রভাব কেমন? সরকারের মূল্যস্ফীতির হিসাব কতখানি সময়োপযোগী ও যৌক্তিক? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির তথ্য কি নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয়কে সঠিকভাবে প্রকাশ করে? দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষের দুর্দশাকে লাঘব করতে নীতিনির্ধারক পর্যায়ে কি ধরণের পদক্ষেপ নেওয়া যেতে পারে?

এসব বিষয় নিয়ে আগামীকাল, ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার, দুপুর ১২ টায় https://antidepressantremedy.com/xanax-alprazolam/ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) “মূল্যস্ফীতিঃ সরকারি পরিসংখ্যান বনাম প্রান্তিক মানুষের বাস্তবতা” শিরোনামের একটি ওয়েবিনার আয়োজন করছে। ওয়েবিনারে সানেমের গবেষণা উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা। ওয়েবিনারটি জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং সানেমের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচারিত হবে।

ওয়েবিনারে অংশগ্রহণ করতে গুগল ফর্মটি পূরণ করুনঃ https://forms.gle/vivf2jKfQMgCUWg78

Download the presentation of the webinar.