Previous Events

সানেম- একশনএইড বাংলাদেশ ডায়ালগ

যুব জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকিঃ উন্নয়ন নীতি এবং বরাদ্দ পরিকল্পনা

২৭ জুলাই ২০২২, সকাল ১০:৩০

বাংলাদেশের যুব জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন আর্থসামাজিক ঝুঁকির মধ্যে রয়েছে। জেন্ডার, অঞ্চল ও বয়সভেদে এই ঝুঁকির ধরনে ভিন্নতা রয়েছে। একইসাথে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের যুব জনগোষ্ঠী নানান বৈষম্যের মুখোমুখি হচ্ছে। বিগত দুই বছরে করোনা মহামারি এই বৈষম্যকে আরও প্রকট করেছে। সমতল ও পাহাড়ের নৃতাত্ত্বিক গোষ্ঠী, চর এবং নদীভাঙন ও উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকার অধিবাসী, চা শ্রমিক গোষ্ঠীর তরুণদের একটি বড় অংশ জীবনমান উন্নয়নের সুযোগ প্রাপ্তিতে পিছিয়ে রয়েছেন।

বাংলাদেশের যুব জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকি চিহ্নিত করা এবং এই ঝুঁকিগুলো মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কার্যকারিতা পর্যালোচনার জন্য সানেম এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে একটি ডায়ালগের আয়োজন করেছে। “যুব জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকিঃ উন্নয়ন নীতি এবং বরাদ্দ পরিকল্পনা” শিরোনামের ডায়ালগটি ২৭ জুলাই সকাল ১০:৩০ এ হোটেল ‘আমারি ঢাকা’তে অনুষ্ঠিত হবে। ডায়ালগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এমপি। ডায়ালগে অংশগ্রহণ করবেন সরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মী, শিক্ষার্থী এবং সংবাদমাধ্যম কর্মীগণ। ডায়ালগটি সানেম এবং একশনএইড বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে সরাসরি প্রচারিত হবে।