তারিখঃ ১৪ মে ২০২৩

সম্প্রতি সানেমের নজরে এসেছে যে, সানেমে কর্মরত একজন কর্মীর (শোয়াইব আহমাদ) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাক্তন স্ত্রী একটি গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। যথাযথ অভ্যন্তরীণ তদন্ত শেষে সানেম কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। সানেমের পক্ষ থেকে একটি কারণ দর্শানোর নোটিশ অভিযুক্তকে পাঠানো হয়েছে এবং ১৫ দিনের মধ্যে উক্ত নোটিশের সদুত্তর দিতে নির্দেশ করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অভিযুক্তকে সানেমের সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে সানেম সর্বদা ‘জিরো-টলারেন্স’ নীতি অনুসরণ করে এসেছে এবং ভবিষ্যতেও এর ব্যত্যয় ঘটবে না বলে সানেম আশ্বস্ত করছে।